শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ অবিলম্বে শিলিগুড়িতে পুর নির্বাচন করতে হবে।এই দাবি নিয়ে বৃহস্পতিবার গণ স্বাক্ষর অভিযানে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট।এদিন হাসমিচকে এই কর্মসূচির সূচনা করেন বাম নেতা অশোক ভট্টাচার্য।পুরনিগমের সমস্ত ওয়ার্ডে বাড়ি-বাড়ি গিয়ে এই অভিযান চালানো হবে।নেওয়া হবে সাধারণ মানুষের মতামত।পুজোর পরপরই স্বাক্ষর সম্মিলিত সেই লিপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এদিন অশোক ভট্টাচার্য বলেন, নির্বাচন না করিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে রাজ্য সরকার।অনৈতিকভাবে পুর প্রশাসক বোর্ড তৈরি করে পুরনিগম চালাচ্ছে রাজ্য সরকার।কেনই বা রাজ্য সরকার পুর নির্বাচন করতে ভয় পাচ্ছে তার প্রশ্নও তোলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।