রাজগঞ্জ, ১১ জানুয়ারিঃ পিকনিকের মরশুমে দেবতারও বনভোজন, সাহুনদীর পাড়ে গোপালকে নিয়ে ব্যতিক্রমী পিকনিক ভক্তদের।
শীতের মরশুম মানেই চারিদিকে পিকনিক-পিকনিক রব।বিশেষ করে ছুটির দিনে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পিকনিকে মেতে উঠছেন বহু মানুষ।জেলার বিভিন্ন পিকনিক স্পটে চোখে পড়ছে অগণিত মানুষের ভিড়।আর মানুষ যখন পিকনিক করছেন, তখন দেব-দেবীরাও যে বাদ যাবেন না, তারই ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেল রাজগঞ্জ ব্লকে।
রাজগঞ্জ ব্লকের ভুটকিহাট রাধাগোবিন্দ মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল এক অভিনব পিকনিক।মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে বানেভাসা এলাকায় সাহু নদীর পাড়ে বেলুন দিয়ে সুসজ্জিত টোটোতে করে গোপাল, রাধামাধব, জগন্নাথ ও অন্যান্য ঠাকুরদের নিয়ে কীর্তন করতে করতে যাত্রা করা হয়।তারপর নদীরপাড়ে এই বনভোজনের আয়োজন করা হয়।এদিন শতাধিক ধর্মপ্রাণ ভক্ত এই পিকনিকে অংশগ্রহণ করেন।
সকালের টিফিনে ছিল পাস্তা।এরপর ভাত, ডাল ও নানান ধরনের সবজি রান্না করে প্রথমে গোপালকে ভোগ নিবেদন করা হয়।ভোগ দেওয়ার পর সেই প্রসাদই ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।পিকনিকে অংশগ্রহণকারী প্রত্যেকের চোখেমুখে ছিল আলাদা আনন্দ ও উৎসাহ।
ভুটকিহাট রাধাগোবিন্দ মন্দিরের পক্ষ থেকে শুকদেব দাস ব্রহ্মচারী জানান, কয়েক বছর ধরেই শীতের এই মরশুমে গোপালকে সঙ্গে নিয়ে বনভোজনের আয়োজন করা হয়ে আসছে।এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে এই ব্যতিক্রমী পিকনিকের আয়োজন করা হয়েছে।ভক্তিভাব ও আনন্দের মেলবন্ধনে দিনভর উৎসবের আবহে কাটে এই বনভোজন।
