তৃণমূল প্রার্থী গোপাল লামার দেওয়াল লিখনে কুরুচিকর মন্তব্য! চাঞ্চল্য খড়িবাড়িতে

খড়িবাড়ি, ৮ এপ্রিলঃ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার দেওয়াল লিখনে কুরুচিকর মন্তব্য।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল খড়িবাড়ির গৌড়সিং জোতে।


সোমবার কুরুচিকর মন্তব্য দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।

এই বিষয়ে তৃণমূল ব্লক সভাপতি কিশোরীমোহন সিংহ জানান, নিম্নমানসিকতার পরিচয় দিয়ে প্রার্থী গোপাল লামার দেওয়াল লিখনে এমন কুরুচিকর মন্তব্য করা হয়েছে।যারা হেরে যাচ্ছে তারাই এই কাজ করেছে।এদিন নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন তিনি।


অন্যদিকে পাল্টা অভিযোগ বিজেপির।বিজেপির জয় নিশ্চিত জেনে এই অভিযোগ করছে তৃণমূল।বিজেপির এই ধরনের নীতি ও আদর্শ নেই বলে জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওঁরাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwincasibom girişbahsegel girişcasino sitelericasibom giriscasibomholiganbetbets10 günceljojobet girişcasibom girişpusulabet giriş