শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ দীর্ঘদিন ধরে এনজেপি থানার অন্তর্গত গোড়া মোড় সংলগ্ন নাওয়াপাড়া এলাকার রাস্তার বেহাল দশা।রাস্তা একপ্রকার পরিনত হয়েছে পুকুরে।এরফলে সমস্যায় পথচলতি মানুষ থেকে গাড়ির চালকেরা।
জানা গিয়েছে, দীর্ঘদিন থেকে রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।গাড়ির প্রায় অধিকাংশই থাকে জলের তলায়।বহুবার এই রাস্তা মেরামতের দাবি জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এই বিষয়ে গাড়ি চালকরা জানান, দির্ঘদিন ধরেই বেহাল এই রাস্তা।মেরামতের কোনো উদ্যোগ নেই।এই রাস্তা দিয়েই সরাসরি ক্যানেল রোডে পৌছানো যায়।দ্রুত এই রাস্তা মেরামতের দাবি জানান তারা।