শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ গোর্খা জাতির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে শিলিগুড়ি গান্ধী ময়দানে শুরু হল তিন দিনব্যাপী গোর্খা সংস্কৃতি মিলন সমারোহ।
শুক্রবার সুকনা থেকে এই উৎসবের সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।এদিন ঐতিহ্যবাহী টয়ট্রেনে গোর্খা জনজাতিরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরেন।এই মিলন সমারোহের মাধ্যমে গোর্খাদের জীবনযাপন ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
উৎসব কমিটির পক্ষ থেকে সরোজ লামা জানান, এই উৎসব গোর্খা উৎসব নামে পরিচিতি পেলেও এবার প্রথমবার গোর্খা সংস্কৃতি মিলসমারোহ নামে অনুষ্ঠিত হচ্ছে।সকলকে এই অনুষ্ঠানে আসার আবেদন জানান তিনি।