শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর।তীব্র গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল পড়ুয়াদের।যেকারণে স্কুলের সময়সূচির পরিবর্তন চেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
গত কয়েকদিন ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে গরমে নাজেহাল মানুষ।এই গরমে স্কুল পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হচ্ছে।অনেকেই স্কুলে গিয়ে অসুস্থ বোধ করছে।সে কারণে স্কুলের সময়সূচির পরিবর্তন চেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক।সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত স্কুল করার আবেদন জানান তিনি।
এদিন শঙ্কর ঘোষ বলেন, এবছর পাহাড় থেকে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে খুবই গরম পড়েছে।এরফলে পড়ুয়াদেরও কষ্ট হচ্ছে।এই গরমে স্কুলের সময় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত করা যায় এই আবেদন জানিয়েছি।এরফলে পড়ুয়ারা উপকৃত হবে।