কোচবিহার, ২ আগস্টঃ রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর।ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের মাথাভাঙ্গার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ সীমান্তবর্তী এলাকায়।মৃতের নাম মোকলেশ্বর হক(৩৫)।দিনহাটার বাসিন্দা।
জানা গিয়েছে, ভোর রাতে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় হাজির হয়।সেইসময় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ চালায় পাচারকারী দল এমনটাই অভিযোগ।সেইসময় আত্মরক্ষার জন্য গুলি চালালে বিএসএফের গুলিতে মৃত্যু হয় এক ব্যক্তির।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করে।পাশাপাশি মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা মাথাভাঙ্গা থানায় আসে।পরিবারের দাবি, মোকলেশ্বর কোনরকম পাচারের সঙ্গে যুক্ত নয়।মাথাভাঙায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল সে।