নকশালবাড়ি, ১০ মেঃ ফের গরু পাচার!নকশালবাড়ির ভারত নেপাল সীমান্তের মনিরাম গ্রাম পঞ্চায়েতের লালজি জোতে পাচার রুখল এসএসবির জওয়ানরা।এসএসবি দেখেই গরু ছেড়ে নেপালে পালিয়ে যায় পাচারকারীরা।
জানা গিয়েছে, ঘটনায় ৭টি গরু উদ্ধার করেছে এসএসবি।পরে উদ্ধার গরু গুলি নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, গত কয়েকদিনে বাগডোগরা ও বিধাননগরে মোট ১৪৫টি মহিষ উদ্ধার করেছে পুলিশ।
