ফাঁসিদেওয়া, ২৪ ডিসেম্বরঃ ডার্ক পার্সেলের কনটেনারে গরু পাচারের ছক ভেস্তে দিল ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।আটক গরুবোঝাই একটি লরি ও দুটি ডাক পার্সেলের কনটেনার।পলাতক গাড়ির চালকরা।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার বিধাননগর মাদাতি টোল প্লাজার সামনে গরুবোঝাই একটি লরি ও দুই ডাক পার্সেলের কনটেনার আটক করে পুলিশ।পুলিশ দেখেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালকরা।এরপর গাড়ি গুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু।লরির ভেতর থেকে ২২টি গরু ও দুটি কনটেনার থেকে ৩৮ ও ৪৩ টি গরু উদ্ধার হয়।তিনটি গাড়িতে মোট ১০৩ টি গরু উদ্ধার করা হয়েছে।লরি ও কনটেনার দুটিকে আটক করে থানা নিয়ে আসা হয়।
বিহার থেকে গরুগুলিকে অসম হয়ে বাংলাদেশের পাচার করার ছক ছিল পাচারকারীদের। এই ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
