ফাঁসিদেওয়া, ১৮ নভেম্বরঃ ফাঁসিদেওয়ায় ফের গরু সহ গ্রেফতার ৫।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়ার মুরলিগঞ্জ চেকপোস্ট গভীর রাতে নাকা তল্লাশি চালানোর সময় ৫টি লরি আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে লরিগুলি থেকে গরু ও বাছুর মিলিয়ে মোট ৯৯টি গরু উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গরুর কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় লরি গুলিকে আটক করা হয়েছে।হরিয়ানা থেকে অসমের দিকে যাচ্ছিল গরু ভর্তি লরিগুলি।ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।