জলপাইগুড়ি, ২১ আগস্টঃ গরুমারা জঙ্গলে বাইসন শিকার করে মাংস খেল শিকারি দল। ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করল বনদপ্তর। ধৃতের নাম সোমরা মুন্ডা। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে রান্না করা ও কাঁচা বাইসনের মাংস।
জানা গিয়েছে, গরুমারার জাতীয় উদ্যানের স্নিফার ডগ অরল্যান্ডোকে কাজে লাগিয়ে এই সাফল্যে আসে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, বুধবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানের ধুপঝোরা বিটে একটি বাইসনের দেহ দেখতে পান বনকর্মীরা। বাইসনের দেহের বিভিন্ন অংশ কাটা অবস্থায় ছিল। বাইসনের ভিন্ন অংশের পাশাপাশি উধাও ছিল বাইসনের শিংটিও। এরপরই বাইসন শিকারিদের খুঁজতে তদন্তে নামানো হয় সদ্য কাজে যোগ দেওয়া গরুমারার স্নিফার ডগ অরল্যান্ডোকে। এরপরই অভিযুক্ত ১ জনের সন্ধান পায় বনদপ্তর।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও জন্মেঞ্জয় পাল জানান, বুধবার রাতে জাতীয় উদ্যানের ধুপঝোরা বিটে বাইসনের দেহ দেখতে পাওয়া যায়। আমরা ধৃতের বাড়ি থেকে বাইসনের কাঁচা ও রান্না করা মাংস উদ্ধার করেছি। এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজ চলছে।