শিলিগুড়ি,৩১ ডিসেম্বরঃ গরু পাচারের অভিযোগে বুধবার রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ফুলবাড়ি এলাকা থেকে এম ডি খালেক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে ১২টি গরু সহ একটি পিকআপ ভ্যান আটক করেছিল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেলেও সহকারি চালক এম ডি জব্বরকে গ্রেফতার করেছিল পুলিশ।এরপর বুধবার রাতে ঘটনার তদন্তে নেমে গাড়ির চালক এম ডি খালেককে গ্রেফতার করে পুলিশ।বৃহস্পতিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।