শিলিগুড়ি,১ মার্চঃ হাতে রং-তুলি। সামনে ক্যানভাস। আর সেখানে শিলিগুড়ির নানা প্রান্তের ছবি ফুটিয়ে তুলছেন মনোজ পাল ও রাজীব বাগ। দুজনই শহর শিলিগুড়ির বাসিন্দা।পেশায় তারা অঙ্কন শিক্ষক।মূল লক্ষ্য ২০২১ সালে গোটা শহরকে রং-তুলির মাধ্যমে তুলে ধরা।
সকাল হতেই রং তুলি হাতে শহরের ছবি আঁকতে বেরিয়ে পড়েন দুই বন্ধু মনোজ ও রাজীব।বেশ কিছুদিন ধরে শহরের বিভিন্ন এলাকা ও প্রধান সড়কের ছবি এঁকেছেন তারা।
ভেনাস মোড়, এয়ারভিউ মোড়,চম্পাসারি মোড়, বিধান মার্কেট সবজি বাজার থেকে শুরু করে আশ্রমপাড়া, স্বামীজি মোড়, সুকান্তনগর,রবীন্দ্রনগর, টিকিয়াপাড়া, শিলিগুড়ি টাউন স্টেশন, গেট বাজার সহ বিভিন্ন এলাকার ছবিও তারা তুলে ধরেছেন।
রাজীব বাগ জানান, যতই দিন এগোচ্ছে ততই শিলিগুড়ি শহরের পুরনো স্মৃতিগুলো নষ্ট হচ্ছে।তাই আমরা দুজন চেষ্টা করছি ২০২১-এ চিত্রের মাধ্যমে গোটা শিলিগুড়ি শহরকে তুলে ধরার।