শিলিগুড়ি,২৭ জুলাইঃ শহরকে মাদকমুক্ত করতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করছে ডিডি এবং এসওজি।বুধবার পুলিশ কমিশনারেটে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি কুনওয়ার ভূষণ সিং।
বৈঠকে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে ‘সে নো টু ড্রাগস’ অভিযান শুরু করা হয়েছিল।অভিযানের দরুন এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ।এনডিপিএস আইনে ২৫৩টি মামলা দায়ের হয়েছে।মামলাগুলিতে এখনও পর্যন্ত ৪৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গত মঙ্গলবার এসওজি ও বাগডোগরা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ কেজি ২৭৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে।যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪০ লক্ষ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয়েছে চন্দন কুমার নামে এক ব্যক্তিকে।এনডিপিএস আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।