শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবে টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে গৌতম দেব। অভিযোগ উঠছিল টিকাকেন্দ্রের মধ্যে বহিরাগতরা ঢুকে পড়েছে। যার জেরে বেশকিছু সমস্যার সৃষ্টি হচ্ছে।
টিকাকেন্দ্রের ভেতরে যাতে বহিরাগতরা না থাকে তা পুলিশকে দেখার কথা বলেন গৌতম দেব।
উল্লেখ্য, মঙ্গলবার ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে টিকাকরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুরনিগমের তরফে স্কুলে চলছিল টিকাকরণ। কিন্তু সেই টিকাকরণের সময় স্কুলের ভেতর ঢুকে পড়ে বহিরাগতরা।
বুধবার ২৪ নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবের টিকাকেন্দ্র পরিদর্শনে যান পুর প্রশাসক গৌতম দেব। বেশকিছুটা সময় তিনি সেখানে বসে থেকে পরিদর্শন করেন। পাশাপাশি টিকাকেন্দ্রের ভেতরে যাতে বহিরাগত ব্যাক্তি না থাকে প্রশাসনকে তা দেখার নির্দেশ দেন গৌতম দেব। তিনি বলেন লাইনে যে আগে দাঁড়াবে সেই আগে টিকা পাবে। পুরনিগমের তরফে বিভিন্ন ওয়ার্ডে টিকাকরণ চলছে। প্রত্যেকেই টিকা পাবে। টিকা ঘিরে কোনও রাজনীতি হবেনা।