শিলিগুড়ি, ৯ জুনঃ শিলিগুড়ি পুরনিগমে গিয়ে প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করলেন দুই বিজেপি বিধায়ক।আজ দুপুরে শিলিগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক পুরনিগমে যান।সেখানে বেশকিছুক্ষণ গৌতম দেবের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ ও শিখা চ্যাটার্জি।এছাড়াও এদিন বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালও গিয়েছিলেন পুরনিগমে।এদিন গৌতম দেবের ঘরে ঢুকেই তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন শঙ্কর ঘোষ।এরপর প্রায় এক ঘণ্টা বিধায়কেরা প্রশাসকের সঙ্গে কথা বলেন।
আলোচনা শেষে বেরিয়ে এসে শঙ্কর ঘোষ বলেন, ব্যক্তিগত উদ্যোগেই এখানে আসা।আমরা বিধায়ক, মানুষের কাছে দায়বদ্ধ। শহরে বেশকিছু সমস্যা আছে।সেসব নিয়ে কথা হয়েছে।
গৌতম দেব বলেন, বিধায়কেরা মহানন্দা অ্যাকশন প্ল্যান, জলমগ্নতা নিয়ে কথা বলতে এসেছিলেন।আমরা শহরের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেছি।আমরা কয়েকদিনের জন্য এসেছি পুরনিগমে।সীমিত ক্ষমতা রয়েছে আমাদের।