শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ নিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় বলে অভিযোগ।সেকারণে সহজে যাতে টাকা খরচ করা হয় তা নিয়ে পুরনিগমের প্রশাসক গৌতম দেবের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ।
এদিন পুরনিগমে গিয়ে তিনি দেখা করেন গৌতম দেবের সঙ্গে।এরপর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিধায়ক।তিনি বলেন, এর আগে দেখা গিয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা খরচ করতে গিয়ে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে।ফলে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিকল্পনা মাফিক যাতে এই টাকা খরচ করা যায় তা নিয়ে গৌতম দেবের সঙ্গে কথা হয়েছে।কোনও প্রতিবন্ধকতা আসবে না বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে কয়েকদিন ধরে শিলিগুড়িতে জল নিয়ে সমস্যা তৈরি হয়েছে।তা নিয়ে বিধায়ক বলেন, ফুলবাড়ি জল প্রকল্প নিয়ে রাজ্য সরকার উদাসীন।বিভিন্ন প্রকল্পে টাকা খরচ করলেও এই জল সরবরাহ বাড়াতে কোনও পরিকল্পনা নেওয়া হয়নি।