শিলিগুড়ি, ৮ মেঃ করোনা পরিস্থিতিতে বহু নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার নামে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ উঠেছে।আবার কোথাও কোথাও করোনা পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এই পরিস্থিতিতে শনিবার শিলিগুড়ি পুরনিগমে নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে নিয়ে বৈঠকে বসে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলী।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।নার্সিংহোমগুলির সঙ্গে প্রায় ঘন্টাখানেক আলোচনা চলে।নার্সিংহোম কর্তৃপক্ষগুলিকে জানানো হয়, কোনোভাবেই যেন চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়া হয় এবং প্রতিটি নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করার ব্যাপারেও জানানো হয়েছে।বহু জায়গায় অভিযোগ উঠেছে করোনা রোগীর মৃত্যুর পর শবদেহ যখন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে শবদেহ দাহ করার জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।তা নিয়েও কড়া বার্তা দেন গৌতম দেব।প্রতিটি নার্সিংহোমে কতগুলি বেড রয়েছে এবং কতগুলি বেড খালি রয়েছে সেই তথ্য জানাতে হবে বলে বলেন তিনি।কোনো নার্সিংহোম যদি এই সংখ্যা না জানায় সেক্ষেত্রে নার্সিংহোমে গিয়ে তথ্য জোগাড় করা হবে।
অন্যদিকে, পুরনিগম এলাকায় সংক্রমিত পরিবারের সদস্যদের পুরনিগমের তরফে একমাসের জন্য খাওয়ার দেওয়ার ব্যবস্থা করা হবে।বিশেষ করে যারা সমস্যায় থাকবেন তাদেরকেই এই খাওয়ার দেওয়া হবে।