শিলিগুড়ি, ১ নভেম্বরঃ ১ মাসের দার্জিলিং সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার কলকাতা থেকে ট্রেনে এসে পৌঁছান শিলিগুড়িতে। মালদা, নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিক বৈঠক করেন। রবিবার দার্জিলিং যাওয়ার আগে শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসেও প্রায় ১ ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে দার্জিলিং জেলার এসপি ও জেলাশাসকের উদ্দেশ্যে বলেন, আগুন নিয়ে খেলবেন না। এছাড়াও প্রতিটি সাংবাদিক বৈঠকেই রাজ্য সরকারের ভূমিকা, প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে রাজ্যপাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা হতেই পালটা সাংবাদিক বৈঠক করে ক্ষোভপ্রকাশ পর্যটনমন্ত্রী গৌতম দেবের। এদিন মৈনাক ট্যুরিস্ট লজে সাংবাদিক বৈঠকে বলেন, শিয়ালদহ থেকে শিলিগুড়ি আসার পথে রাজ্যপাল ধারাবিবরণী দিতে দিতে এসেছেন। অল্প সময়ে সব থেকে বেশী সাংবাদিক বৈঠক করে গিনেস বুকে নাম তুলবেন তিনি। রাজনৈতিক দলের ক্যাডারের মতো কাজ করছেন রাজ্যপাল। তার উচিত রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে রাজনৈতিক দলের কর্মী হিসেবে রাস্তায় নামা। পদের সাংবিধানিক গরিমাকে ক্ষুণ্ণ করছেন তিনি। কোনও অভিযোগ থাকলে দিল্লীতে জানাতে পারেন। কিন্তু এভাবে প্রকাশ্যে তার বলা মানায় না। কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে জগদীপ ধনকড় কাজ করছেন বলে কটাক্ষ করেন গৌতম দেব। রাজ্যপাল হওয়ার প্রথম দিন থেকেই নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়েই কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।