শিলিগুড়ি,১৩ ফেব্রুয়ারিঃ সামনে বিধানসভা ভোট। তার আগে গানের অ্যালবাম হতে পারে প্রচারের আরেক মাধ্যম। বুথে বুথে বাজতে পারে তাঁর গান। কিন্তু সেটা হয়তো সময় বলবে। তবে আপাতত ১১০০ সিডি ও ১০০ পেন ড্রাইভে মন্ত্রী গৌতম দেবের গান পৌঁছাবে দলের কর্মী ও সাধারণ মানুষের কাছে।
রাজনীতির পাশাপাশি কয়েক বছর ধরে অবসর সময়ে গানের অভ্যেস করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তারপরই গানের অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নেন। কিছুদিন আগে তার এই অ্যালবামের টিজার প্রকাশ পায়। এবার ৭ টি গান নিয়ে তৈরি তার অ্যালবাম প্রকাশ পাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি কলকাতায় তা প্রকাশ করা হবে। এই অ্যালবামে ধারাভাষ্য দিয়েছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
তবে কি মন্ত্রীর বিধানসভা এলাকায় এবার থেকে বাজবে সেই গান? সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী গৌতম দেব জানান, অনেকের কাছেই এই অ্যালবামটি থাকবে।মানুষ যদি চায় তাহলে বাজাবে।অ্যালবাম নিয়ে মন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় সুন্দরবন থেকে শুরু করে পাহাড়ে এই অ্যালবামের শুটিং করেছি।