শিলিগুড়ি, ৭ অক্টোম্বরঃ দার্জিলিং সফরে যাওয়ার আগে শিলিগুড়িতে রাজ্যপালকে দফায় দফায় কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেস।ঘটনা ঘিরে ছড়ালো উত্তেজনা।
এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দেয় রাজ্যপালের কনভয়।বিমানবন্দরের গেটের সামনেই কালো পতাকা ও গো ব্যাক শ্লোগান তোলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।এরপর স্টেট গেস্ট হাউসের কাছে কনভয় পৌছতেই সেখানেও রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়।‘গো ব্যাক’ শ্লোগান ও বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
এরপর স্টেট গেস্ট হাউস থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে কনভয় বের হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ শুরু করেন।পরে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় এবং রাজ্যপালের কনভয় দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেয়।
এই বিষয়ে দার্জিলিং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্ণয় রায় বলেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ১০০ দিনের বকেয়া টাকার দাবীতে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য দুদিন ধরে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন।কিন্তু রাজ্যপাল পালিয়ে বেড়াচ্ছেন।এই কারণে আজ তাকে কালো পতাকা দেখানো হল।