রাজ্য সরকারের সঙ্গে খাট্টা মিঠা সম্পর্কে এসেছে টার্নিং পয়েন্ট-শিলিগুড়িতে জানালেন রাজ্যপাল

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের সঙ্গে গত ৬ মাস ধরে খাট্টা মিঠা সম্পর্ক ছিল। নানা কারণে এই সম্পর্ক ছিল। কিন্তু গত ৪ সপ্তাহ ধরে সম্পর্কে টার্নিং পয়েন্ট এসেছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের আধিকারিকেরা ও মন্ত্রী পার্থ চ্যাটার্জী, অমিত মিত্র দেখা করেছেন। দীর্ঘ আলোচনা হয়েছে। পার্থ চ্যাটার্জির সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও কথা হয়েছে।


শুক্রবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠক করে একথাই জানান রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি আরও বলেন, বিভিন্ন নির্বাচনে রাজ্যের নানা জায়গায় ঝামেলা, হিংসার ছবি দেখা গিয়েছে। ভোট দিতে যাওয়ার আগে মানুষকে ভয় পেতে দেখা যায়। এই পরিস্থিতির বদল দরকার। আমার মনে হয় ভোট শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। সামনেই বেশকিছু নির্বাচন আসছে সেগুলি শান্তিপূর্ণ হোক তাই চাই। পুলিশের কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়।

প্রসঙ্গত, এর আগে বহুবার রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মতবিরোধের ঘটনা সামনে এসেছে। শুক্রবারের সাংবাদিক বৈঠকেও রাজ্যপাল আকার ইঙ্গিতে নানাভাবেই রাজ্যসরকারের সঙ্গে তার সম্পর্কের যে মতবিরোধ নানা কারণে রয়েছে তা বুঝিয়ে দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet giriş