ফুলবাড়ি, ২০ মেঃ গভীর রাতে ফুলবাড়িতে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা একটি ছোট যাত্রীবাহী গাড়ির। ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ফুলবাড়ি বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে একটি ছোট চার চাকার যাত্রীবাহী গাড়ি। এরফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।ধাক্কার ফলে একটি লাইট পোস্টও ভেঙে পড়ে এবং ডিভাইডারের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়, তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। ঘটনার খবর পেয়ে ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্ট ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।