‘দিদিকে বলো’তে ফোন করে সরকারি চাকরি পেল শিলিগুড়ির শুভঙ্কর সরকার

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ ‘দিদিকে বলো’ তে ফোন করে সরকারি চাকরি পেল শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারির বাসিন্দা শুভঙ্কর সরকার।


জানা গিয়েছে, শুভঙ্করের বাবা সুধাংশু সরকার জলদাপাড়া ট্যুরিজম বিভাগে চাকরি করতেন।২০১৫ সালে তার মৃত্যু হয়।বাবার মৃত্যুর পর পারিবারিক অবস্থার অবনতি হয়।

রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, এই বিষয়ে শুভঙ্কর ২০১৯ এ ‘দিদিকে বলো’তে ফোন করে তার সমস্যার কথা জানায়। এই সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী তার চাকরির ব্যবস্থা করে।আজ মৈনাক ট্যুরিস্ট লজে মুখ্যমন্ত্রী দ্বারা পাঠানো চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় তার হাতে।কম্পেনসেশন গ্রাউন্ডে এই চাকরি পেয়েছেন শুভঙ্কর।এদিকে চাকরি পেয়ে খুশি শুভঙ্কর সরকার।   


4 thoughts on “‘দিদিকে বলো’তে ফোন করে সরকারি চাকরি পেল শিলিগুড়ির শুভঙ্কর সরকার

  1. Ayan Acharyya says:

    Respected Madam,I Ayan Acharya s/o Late Arun Kumar Acharya ex v/m no 263440 is living in ward no 40 , Ichchamoye Kalibari Road,Near Bhai Bhai Club , H/O Ankur Kundu suffering from financial crisis from the sudden death of my father dated 01/04/2003.He was served for Military Engineers Services from 30/09/1969 during the Service he got Sangram Medal and Visista Seva Medal in 1971 war but we are struggling with unemployment.We are passing our days almost half starvation because I’m 39 years old 12 th pass unemployed, my 37 years old unemployed younger brother, my 62 years old mother , who is under medical treatment and my 26 years old mentally retarded younger sister, who is also under medical treatment since her birth.I’m member of TMC since 2001, I was written my gist to the PM from 2014 several times but the results are zero.You are my second God , please save our family from the financial crisis .Please give me any government job to survive, my mobile no is 8927260176.Thanking you.Yours faithfully Ayan Acharya

  2. মহঃ জাকির হোসেন says:

    কত’টা সত্য ঘটনা! টাকা ছাড়া যে সরকারি বা বে-সরকারি চাকুরি পাওয়া যাই না… ?

  3. Rumpa says:

    খুবই ভালো কথা, দিদি যদি আমাদের দিক তাও দেখতেন তাহলে খুবই উপকৃত হতাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş