শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ গ্রাহকদের প্রতারণার অভিযোগে মোবাইল সার্ভিস সেন্টারের মালিককে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম অক্ষয় মোড়ে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে সার্ভিস সেন্টার চালিয়ে আসছে অভিযুক্ত।বিভিন্নভাবে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছিল।কিছুদিন আগে এক গ্রাহক তার ট্যাব ঠিক করার জন্য অক্ষয় মোড়ের সার্ভিস সেন্টারে গিয়েছিলেন।ট্যাবটি ঠিক করে নেওয়ার পর তার সন্দেহ হয়।এরপর জানতে পারেন ট্যাবে লাগানো সমস্ত জিনিসই নকল।এদিকে ট্যাব রিপিয়ারিংযের জন্য প্রচুর টাকাও নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ঘটনার পরই পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ব্যক্তি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতকে আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।