শিলিগুড়ি,৪ ফেব্রুয়ারিঃ ব্যাংক থেকে গ্রাহকের অজান্তেই হয়ে গেল লোন। আর সেই টাকা দিয়ে গ্রাহকের অজান্তেই কেনা হল গাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের একটি বেসরকারি ব্যাংকে।
গতমাসে এনজেপি থানায় এই অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তিনি জানান, আলিপুরদুয়ারের ব্যাংক থেকে তিনি কোনও লোন নেননি। কিন্তু তার কাছে লোন সংক্রান্ত এসএমএস আসে। এরপর তদন্তে নামে এনজেপি থানার পুলিশ।
তদন্তে নেমে ব্যাংকের সমস্ত নথি যাচাই করে দুই ব্যক্তির নাম পায় পুলিশ। এরপর ওই ব্যক্তির খোঁজে শুরু হয় তল্লাশি। এরপর আলিপুরদুয়ারের বিপুল ঘোষ এবং নিখিল শাহকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় গ্রাহকের অজান্তেই তারা গ্যারান্টার হিসাবে প্রায় ৫ লক্ষ টাকার লোন ব্যাংক থেকে করিয়ে নেয়।
গ্রাহককে না দেখে কি করে এত টাকা লোন দিলেন ব্যাংক কর্তৃপক্ষ তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত দুজনকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ।