রাজগঞ্জ ৭ মেঃ ‘গ্রাম সম্পর্ক’ অভিযান শুরু করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ডাঃ ইন্দ্রনীল খাঁ। রবিবার রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মহানভিটা গ্রামে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন তিনি।
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে পূর্ব মেদিনীপুরে উত্তর কাঁথি বিধানসভার মারিশদা গ্রাম থেকে এই অভিযানের সূচনা করা হয়।প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৩০০ টি গ্রামে গিয়েছিলেন ডাঃ ইন্দ্রনীল খাঁ।আজ উত্তরবঙ্গ থেকে দ্বিতীয় পর্যায়ে গ্রাম সম্পর্ক অভিযান শুরু হল।এখানে দ্বিতীয় পর্যায়ে প্রায় আড়াই হাজার গ্রামে এই কর্মসূচি করা হবে।
এই বিষয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ আজ তৃণমূলের দুর্নীতি এবং বঞ্চনার শিকার। সেই বঞ্চনার অবসান ঘটানোর অঙ্গীকার নিয়েই ভারতীয় জনতা যুব মোর্চার এই গ্রাম সম্পর্ক অভিযান। এই অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, জলপাইগুড়ি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ, অর্জুন মন্ডল, সন্তোষ সাহা,বিধান ঝা, তপন রায় সহ অন্যান্যরা।