শিলিগুড়ি, ২৫ জুলাইঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের ২২টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন শুরু হল আজ।
এদিন বোর্ড গঠনের কাজ শুরু করে নকশালবাড়ি ব্লক প্রশাসন।লোয়ার বাগডোগরার ২১টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি, বাম ১টি, বিজেপি ৩টি আসনে জয়ী হয়।
এদিন তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হয়।লোয়ার বাগডোগরার প্রধান নির্বাচিত হন বীথী দাস তালুকদার ও উপপ্রধান হন বিশ্বজিৎ ঘোষ।নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানদের ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবো।