আলিপুরদুয়ার, ১৯ ফেব্রুয়ারিঃ বুধবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে সিধাবাড়ি গ্রামে গিয়ে শাবকের জন্ম দিল এক স্ত্রী গন্ডার।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের শিশামারি জঙ্গল লাগোয়া গ্রাম সিধাবাড়িতে এদিন সকাল ৭টা নাগাদ নদীর বাঁধের কাছে একটি শাবকের জন্ম দেয় মা গন্ডার।বাচ্চা জন্ম দেওয়ার পরেই মা অসুস্থ হয়ে পড়ে।খবর পেয়ে তড়িঘড়ি বনদপ্তরের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর গন্ডারের শাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর।এরপর অসুস্থ অবস্থায় পড়ে থাকা মা গণ্ডারকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে তার চিকিৎসা শুরু করে।ক্রেনে করে গন্ডারটিকে তুলে নিয়ে যাওয়া হয় জাতীয় উদ্যানে।আপাতত শাবক ও মা দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছে বনদপ্তর।
এদিকে কি কারণে মা গন্ডার জঙ্গল ছেড়ে লোকালয়ে গিয়ে শাবকের জন্ম দিল তা খতিয়ে দেখছে বনদপ্তর।জলদাপাড়া জাতীয় উদ্যান সূত্রে জানা গেছে, গন্ডারটিকে প্রসবকালীন অবস্থায় নজর রাখছিল বনদপ্তর।কিন্তু বনদপ্তরের নজর এড়িয়ে বুধবার সকালে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে যায় এই গন্ডারটি।