আলিপুরদুয়ার,২৯ জুনঃ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ পটকাপাড়া গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল।আতঙ্কে গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে হাতির দল জঙ্গল থেকে ওই এলাকায় প্রবেশ করে।এরপরই এলাকায় তাণ্ডব চালায় হাতির দলটি।অন্যদিকে খবর পেয়ে এলাকায় পৌছায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা।হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।