শিলিগুড়ি,১৯ মার্চঃ গ্রীন সিটি মিশন এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন মেয়র অশোক ভট্টাচার্য।
শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ড থেকে ৪২ নম্বর ওয়ার্ড পর্যন্ত সৌন্দর্যায়ন করা হবে।এর আর্থিক ব্যয়ভার গ্রহণ করবেন কেন্দ্র সরকারের গ্রীন সিটি মিশন।
ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জোরকদমে। মহানন্দা নদীর চারপাশে সৌন্দর্যায়ন করা হবে।রাস্তা থেকে শুরু করে বসবার জায়গা, পার্ক, বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে নদীকে কেন্দ্র করে। বৃহস্পতিবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ৪৫ নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাটের কাজ খতিয়ে দেখেন। এরপর তিনি সেখান থেকে চলে যান শিলিগুড়ি সূর্যসেন পার্ক। সেখানে তৈরি হচ্ছে নবজাগরণ মঞ্চ। সেখানে তৈরি করা হবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্তের মূর্তি।
মেয়র অশোক ভট্টাচার্য জানান, গ্রীন সিটি মিশনের এই ২ টি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে শহর শিলিগুড়িতে। মোট ১৩ কোটি টাকা ব্যয় করে এই মিশন কাজ শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করা হবে।