নকশালবাড়ি, ২৭ জুনঃ নেপালের নাগরিক হয়ে ভারতীয় পার্সপোট ভেরিফিকেশনে গিয়ে গ্রেফতার নেপালের নাগরিক।ধৃতের নাম গোপাল খাড়কা(৩৩)। নেপালের ঝাপা জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নথিপত্র নিয়ে সোমবার পার্সপোট ভেরিফিকেশনে আসে যুবক।ডিআইবি অফিসে পুলিশের জেরায় নেপালের নাগরিক বলে স্বীকার করে সে।পরে তাকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়ে।ধৃতের কাছ থেকে নেহাল রাউতিয়া নামে ভারতীয় ভোটার, কার্ড আধার এবং একাধিক নথিপত্র সহ নেপালের নাগরিক পরিচয়পত্র ও পার্সপোট উদ্ধার করেছে পুলিশ।
ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।