শিলিগুড়িঃ সেবক করোনেশন সেতুতে বিতর্কিত শ্যুটিংয়ের ঘটনায় গ্রেফতার হলেন লাইন প্রডিউসার। এদিকে সরিয়ে দেওয়া হল সেবক ফাঁড়ির ওসিকেও।
বৃহস্পতিবার পুলিশের বিনা অনুমতিতে করোনেশন ব্রিজে একটি ওয়েব সিরিজের শুটিং হয়। যেখানে একটি ট্রাকে বিস্ফোরণ ও আগুন লাগানো হয়। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে কালিম্পং জেলা পুলিশ। রাতেই লাইন প্রডিউসার চৈতালি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে কালিম্পং থানা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে সেবক ফাঁড়ির ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দার্জিলিং জেলা পুলিশের তরফে। সূত্রের খবর, শুটিং চলাকালীন ঘটনাস্থলে ছিলেন সেবক ফাঁড়ির পুলিশ কর্মীরা। শুক্রবার লাইন প্রডিউসারকে কালিম্পং আদালতে তোলা হবে।
