শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ এনজেপি থানার পুলিশের অভিযানে গ্রেফতার পলাতক দুই দুষ্কৃতী।
প্রসঙ্গত,বিশ্বকর্মা পূজার রাতে নৌকাঘাট সংলগ্ন মহানন্দা ব্রিজের ওপর কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল।গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কয়েকজন।এদিকে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,কার্তুজ সহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ।ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা।এরপরই শুরু হয় পলাতক দুষ্কৃতীদের খোঁজ।বুধবার ফুলবাড়ির চুনাভাটি এলাকা থেকে গ্রেফতার করা হয় জগদীশ রায় ও গুনা রায় নামে দুই দুষ্কৃতীকে।বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।