শিলিগুড়ি,২৮ জুলাইঃ শিলিগুড়ির সূর্যসেন কলোনি এলাকা থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক।ধৃতের নাম রঞ্জন দাস। তিনি অসমের রঙিয়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, প্রায় এক মাস আগে সূর্যসেন কলোনির (E) ব্লকে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ওই চিকিৎসক।অভিযোগ, এলাকায় নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে স্বল্প মূল্যে বেশ কয়েকজনের চিকিৎসাও করেছিলেন তিনি। এমনকি নিজের বাড়ির ভেতরেই তিনি টিউমার অপারেশনও করতেন বলে অভিযোগ। সম্প্রতি তার চিকিৎসায় একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেই রোগীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা জানান, ভুল চিকিৎসা হচ্ছিল রোগীর।আর তখনই উঠে আসে আসল তথ্য।
বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।উত্তেজিত জনতা রঞ্জন দাসকে মারধরও করে বলে অভিযোগ।পরবর্তীতে ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ভুয়ো চিকিৎসক বিরূদ্ধে লিখিত অভিযোগ করা হয়। শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করে জলপাইগুড়ির আদালতে পাঠায় পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।