গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-শাশুড়ি

আলিপুরদুয়ার, ২৫ ফেব্রুয়ারিঃ গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন।ঘটনায় গ্রেফতার গৃহবধূর স্বামী ও শাশুড়ি।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।মৃতার নাম ফেনালি বিশ্বাস।


জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পুলিশের কাছে খবর আসে যে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।খবর পেয়েই আলিপুরদুয়ার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাধামাধব মন্দির সংলগ্ন এলাকায় বাড়ির উঠোন থেকে মহিলাকে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।এরপর আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ।

এদিকে খুনের ঘটনায় সন্দেহের ভিত্তিতে মৃত মহিলার স্বামী ও শাশুড়িকে গ্ৰেফতার করেছে পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibomOnwin