শিলিগুড়ি, ২৯ নভেম্বরঃ পণের দাবিতে গৃহবধূকে শারীরিক মানসিক অত্যাচার করার অভিযোগ।গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
গত দুবছর আগে শিলিগুড়ি শালবাড়ি এলাকার গুলেনুর বেগমের সাথে ফাঁসিদেওয়া ব্লকের রাবভিটা এলাকায় বাসিন্দা শোয়েব আলী খানের বিয়ে হয়।বিয়ের সময় চার লক্ষ টাকা ও সোনা গয়না মেয়ের বাড়ির পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে দাবি। বিয়ের কিছুদিন পর থেকে বধূকে শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করা হয় বলে অভিযোগ।
গুলেনুর বেগম কিছুদিন ধরে বাপের বাড়িতে ছিলেন।সোমবার বিকেলে তার ভাই তাঁকে শ্বশুরবাড়িতে দিয়ে যায়।অভিযোগ, এরপর তার উপরে অত্যাচার চলায় তার স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা।এরপরই কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারা চেষ্টা করা হয় বলে অভিযোগ।বাড়িতে ফোন করে জানালে তড়িঘড়ি সকলে এসে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।পরিবারের লোকজন জানান তাদের উপযুক্ত শাস্তির দাবি করেন।
এই বিষয়ে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী শ্বশুর সহ অন্যান্যরা।
