রাজগঞ্জ, ২৫ জানুয়ারিঃ বিয়ের এক বছরের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকায়।গৃহবধূকে খুন করেছে বলে শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মেয়ের পরিবারের।অভিযোগের ভিত্তিতে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, গত বছর এপ্রিল মাসে নিউ জলপাইগুড়ি থানার পশ্চিম ধনতলার বাসিন্দা অটল দাসের মেয়ে পিঙ্কি দাসের বিয়ে হয় ফাটাপুকুরের দুলাল কুড়ির ছেলে শুভঙ্কর কুড়ির সঙ্গে।
পিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় জামাইয়ের পরিবার কোনো পণ দাবি করেনি। তবুও বিয়ের সময় টাকা ও কিছু সোনার অলঙ্কার দেওয়া হয়েছিল।কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে পিঙ্কির উপর অত্যাচার করতো শ্বশুরবাড়ির সদস্যরা। এমনকি রুপশ্রীর টাকা জামাইকে না দেওয়ায় পিঙ্কিকে ব্যাপক মারধর করা হয়।মেয়ের শ্বশুরবাড়ির লোকের দাবিমত পণ না দেওয়ায় পিঙ্কিকে খুন করা হয়েছে বলে তাদের অভিযোগ।
এদিকে ঘটনার পর মেয়ের মৃত্যুর খবর জানানো হয়নি। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তারা ছুটে আসেন।এদিকে ঘটনার পর থেকেই পলাতক পিঙ্কির শ্বশুরবাড়ির সদস্যরা।এরপরই জামাই সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন পিঙ্কির বাবা অটল দাস।সেই অভিযোগের ভিত্তিতে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
এই বিষয়ে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, মৃত গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।