শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ শিলিগুড়ির শান্তিনগরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।মৃতার নাম ভগবতী পাল।
জানা গিয়েছে, সোমবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা।খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য তাকে খুন করা হয়েছে।পণের জন্য ভগবতীকে তার স্বামী মারধর করতো।এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে।বিভিন্ন সময় গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা টাকা চাইতো বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে পাল্টা দাবী করেন মৃতার স্বামী।তিনি বলেন, তারা ভুল বলছে।আমি কোনরকম মারধর করিনি।তবে কেন আত্মহত্যা করলো তা জানা নেই।