৩৭ নম্বর ওয়ার্ডে নবরুপে নির্মিত মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পাঠাগার গ্রন্থাগারের উদ্বোধন  

শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ রাজ্যের মানুষকে বইমুখী করতে রাজ্যের গ্রন্থাগারগুলিকে নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।ইতিমধ্যেই বহু গ্রন্থাগারকে নতুন রুপ  দিতে স্বার্থক হয়েছে রাজ্য সরকারের গ্রন্থগার বিভাগ।


শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের এক পুরোনো গ্রন্থাগারকে নতুন রুপ দেওয়া হল।১৯৮২ সালে নির্মিত মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পাঠাগার গ্রন্থাগারটি ভগ্নদশায় পরিণত হয়েছিল।সেখানে অযত্নে থাকা প্রায় সমস্থ বই নষ্ট হওয়ার পথে।আর সেই গ্রন্থাগারকে পুনর্জীবিত করে এলাকার মানুষকে বইমুখী করার উদ্যোগ গ্রহন করে রাজ্যের গ্রন্থাগার বিভাগ।

এদিন গ্রন্থাগারের উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জন শীল শর্মা ও জলপাইগুড়ি জেলার গ্রন্থাগার আধিকারিক সৈকত গোস্বামী সহ অন্যান্যরা।


মন্ত্রী গৌতম দেব জানান, ই-গ্রন্থাগারের ফলে বইপ্রেমী মানুষ গ্রন্থাগার মুখী থেকে বিরত থাকছে।পাশাপাশি গ্রন্থাগার গুলি অযত্নে থাকার ফলে সেখানে থাকা বই গুলিও নষ্ট হচ্ছে।তাই ফের গ্রন্থগারগুলিকে পুনরুদ্ধারের পাশাপাশি নতুন আকর্ষনীয় বই এনে বইপ্রেমী মানুষকে গ্রন্থাগার মুখী করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *