শিলিগুড়ি, ২১ মার্চঃ কাঞ্চনকন্যা ট্রেনে করে গাঁজা পাচারের আগেই শিলিগুড়ি টাউন জিআরপির অভিযানে গাঁজা সহ গ্রেফতার ব্যবসায়ী।ধৃতের নাম ঋত্বিক রায়।বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা।
জানা গিয়েছে, কাঞ্চনকন্যা ট্রেনে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ব্যক্তি।ট্রেনটি নকশালবাড়ি স্টেশনে পৌঁছালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে সেই স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি টাউন জিআরপির আধিকারিকেরা।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৬ কিলো ৩২ গ্রাম গাঁজা।গ্রেফতার করা হয় ব্যক্তিকে।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০-৪০ হাজার টাকা।ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গাঁজা কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।