রাজগঞ্জ, ২৮ মার্চঃ হোলির দিনে রাজগঞ্জের আমবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বৃহস্পতিবার মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে আমবাড়ির ৯ নম্বর কলোনি এলাকায় হাতিমোড়ের দিক থেকে পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাড়ে তিন বছরের এক শিশুকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।এরপরই উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পরিস্থিতি সমাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। বিক্ষুব্ধ জনতা গাড়ির চালককে মারধর করে। আহত গাড়ির চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ওই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে মৃতের পরিবার ও প্রতিবেশীরা ধৃতদের জামিনের পাশাপাশি পুলিশি হয়রানী বন্ধ করার জন্য বিধায়কের কাছে দাবি জানান।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই কয়েকদিন ব্যস্ত থাকার কারণে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। পুলিশ যাতে নিরাপরাধ মানুষকে হয়রানি না করে সে ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলা হবে। তবে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে মানুষ যাতে উত্তেজিত হয়ে আইনকে নিজের হাতে তুলে না নেয়, সেব্যাপারেও বাসিন্দাদের বোঝানো হয়েছে।