জিএসটি বাতিলের দাবিতে শিলিগুড়িতে থালা বাজিয়ে বিক্ষোভ

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ প্যাকেটজাত সমস্ত খাদ্যসামগ্রীতে জিএসটি কার্যকর করেছে সরকার।এতেই চরম সমস্যায় পড়েছে আমজনতা।এই কারণে জিএসটি বাতিলের দাবিতে মঙ্গলবার শিলিগুড়ির হাসমি চকে প্রায় ১ মিনিট থালা বাজিয়ে অভিনব প্রতিবাদ বিক্ষোভ করল সিপিআই।


মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষের জনজীবন।তার মধ্যে খাদ্যদ্রব্যের ওপর জিএসটি লাগু করার ফলে আরও সমস্যায় সাধারণ মানুষ।তারই প্রতিবাদে এদিন থালা বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখায় দার্জিলিং জেলা সিপিআই।

এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সংগঠনের সদস্যরা।এই বিষয়ে সংগঠনের সম্পাদক অনিমেষ ব্যানার্জি জানান,দ্রব্যমূল্য নিয়ে মোদী বা দিদি কেউ কোনো কথা বলছে না।তাদের দুজনের মধ্য ভালো আঁতাত রয়েছে।জিএসটি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাবো আমরা এমনটাই জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *