জিএসটিতে গরমিল, শিলিগুড়িতে গ্রেফতার ব্যবসায়ী

শিলিগুড়ি, ৩ মার্চঃ জিএসটিতে গরমিলের অভিযোগে শিলিগুড়িতে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিজিএসটি।গ্রেফতার ব্যবসায়ীর নাম প্রমোদ কুমার বেরিওয়াল।সে কলকাতার বাসিন্দা।


জানা গিয়েছে, প্রমোদ কুমার বেরিওয়াল এর দেশের বিভিন্ন জায়গায় কোম্পানি রয়েছে।অভিযোগ, প্রায় ৩২ কোটির টাকার করচুরি করেছেন এই ব্যবসায়ী।

জিএসটি গরমিলের বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে সিজিএসটি।এরপর শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।


এই বিষয়ে সিজিএসটির সরকারি পক্ষের আইনজীবী রতন বণিক জানান, প্রমোদ কুমার বেরিওয়াল জিএসটিতে যে ৩২ কোটি টাকার গরমিল করেছেন তা পেনাল্টি বাবদ প্রায় ৫০ কোটি টাকায় গিয়ে দাঁড়াবে।উত্তরবঙ্গে এই প্রথম এত বড় জিএসটি গরমিলের ঘটনা সামনে এসেছে।গোটা ঘটনার তদন্ত করছে সিজিএসটি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *