দার্জিলিং, ১২ জুলাইঃ দার্জিলিঙে অনুষ্ঠিত হল জিটিএর শপথগ্রহন অনুষ্ঠান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রধান অনীত থাপা এবং বাকি নির্বাচিত প্রতিনিধিরা।
উল্লেখ্য, গত ২৬শে জুন জিটিএ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৯শে জুন ফলাফল ঘোষণা।জিটিএ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।ফলাফলের দিনই পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে অনীত থাপাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার পাহাড়ে যান মুখ্যমন্ত্রী।মঙ্গলবার জিটিএর শপথগ্রহন অনুষ্ঠানে যোগ দেন তিনি।এদিন এই মঞ্চ থেকে পাহাড়ের বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।