‘জিটিএ কেলেঙ্কারির ঘটনা শীঘ্রই সামনে আসবে’- রাজু বিস্ত  

শিলিগুড়ি, ১৭ আগস্টঃ ‘উত্তরবঙ্গে এবারে ইডি এবং সিবিআই এর দল পৌঁছাবে।৭০০ কোটি টাকা জিটিএ কেলেঙ্কারির তদন্ত শুরু হবে শীঘ্রই’।বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এমনটাই জানালেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।  


এদিন সাংসদ রাজু বিস্ত বলেন, গত কয়েকদিন ধরে রাজ্যে লাগাতার অভিযান চালাচ্ছে ইডি।ইডির অভিযানে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা।উত্তরবঙ্গে এবারে ইডি এবং সিবিআই এর দল পৌঁছাবে।৭০০ কোটি টাকার জিটিএ ঘোটালা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেছিলেন, পাহাড়ের উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু পাহাড়ের কোনো উন্নয়ন হয়নি।৭০০ কোটি টাকা খরচও হয়নি।এরফলে স্পষ্ট যে ৭০০ কোটি টাকা ঘোটালা হয়েছে।

অন্যদিকে তিনি আরও জানান, মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শিলিগুড়িতে আসবেন।মণিপুরে দুর্ঘটনায় শহীদ জওয়ানদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişcasibom girişdeneme bonusubahsegel girişbaywin girişmatadorbet girişMARSBAHİSMARSBAHİS GÜNCEL GİRİŞcasibom