মানসিক ভারসাম্যহীন যুবককে গুলি করে খুন করার অভিযোগ বনকর্মীদের বিরুদ্ধে

আলিপুরদুয়ার,১৩ জানুয়ারিঃ এক মানসিক ভারসাম্যহীন যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠলো জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি রেঞ্জের মান্থারামবিটের বিরুদ্ধে। মৃত যুবকের নাম বিমল রাভা(৩৩)। বাড়ি উত্তর মেন্দাবাড়ি গ্রামে।  
বনকর্মীদের ছোড়া গুলিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা স্থানীয় বিট অফিসের পাশাপাশি বন দপ্তরের দুটি গাড়িতে ভাঙচুর চালায়। এরপর কোদালবস্তি রেঞ্জে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।  
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই যুবক রবিবার বিকালে গরু আনতে জঙ্গলে যান। তারপর কোনভাবে রাস্তা হারিয়ে ফেলেন। আজ ভোরের দিকে যখন বাড়ির কাছাকাছি পোঁছান তখনই তাকে গুলি করেন বনকর্মীরা। এরপর গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş