পেঁয়াজের বস্তার আড়ালে গরু ও মহিষ পাচার রুখলো পুলিশ, গ্রেফতার ২

ফাঁসিদেওয়া, ২৮ ফেব্রুয়ারিঃ পেঁয়াজের বস্তার আড়ালে গরু ও মহিষ পাচার রুখল ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।উদ্ধার হয়েছে ৪২টি গরু ও মহিষ।ঘটনায় গ্রেফতার ২।


জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার মুরালীগঞ্জ চেকপোস্টে পেঁয়াজ বোঝাই লরি আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১টি মহিষ ও ২১টি গরু।ঘটনায় গ্রেফতার করা হয় ২ জনকে।ধৃতরা হল অমর আলি ও তৈয়ব আলি।

উদ্ধার হওয়া গরু ও মহিষের বৈধ নথি দেখাতে না পারায় বাজেয়াপ্ত করা হয় লরি।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *