শিলিগুড়ি,২৯ জানুয়ারিঃ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পাল্টা সভার ডাক তৃণমূলের। বাগডোগরায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের পর সভাস্থলেই পাল্টা জনসভা করতে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। আগামীকাল বাগডোগরার সন্তোষী মন্দির মাঠে এই সভা রয়েছে তৃণমূলের। গত শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশান্ত ঘোষকে জমি মাফিয়া বলে আক্রমণ এবং নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষের বিরুদ্ধে পথশ্রী প্রকল্পের ৪০% ঘুষ নেওয়ার অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার।
এরপরই শুরু হয় রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার একই সভাস্থলে পাল্টা সভা করতে চলেছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সেই সভাস্থল পরিদর্শন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। এদিন সভাস্থল পরিদর্শন করে সভাধিপতি জানান, রাজনৈতিক ভাবে লড়াই না করে ব্যক্তিগত আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। মানুষকে সচেতন করতে একই জায়গায় এই সভা হবে বলে জানান তিনি।
