রাজগঞ্জ, ২ জানুয়ারিঃ চিতাবাঘের আতঙ্ক রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অঙ্গদগছ এলাকার।গতকাল সন্ধ্যা থেকেই এলাকায় কার্যত থমথমে পরিস্থিতি, ভয়ে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। বন্ধ রাখা হয়েছে এলাকার চা বাগানের কাজকর্মও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে স্থানীয় এক মহিলা মাঠে ছাগল বাঁধতে গেলে একটি চিতাবাঘ তার ছাগলের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। ওই মহিলা ও আরেক ব্যক্তি চিতাবাঘটি প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করেন।
খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ও আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।তবে এখনও পর্যন্ত চিতাবাঘ ধরার জন্য কোনও খাঁচা পাতা হয়নি। ঘটনার পর থেকেই নিরাপত্তার স্বার্থে চা বাগানের কাজ বন্ধ রাখা হয়েছে। দ্রুত চিতাবাঘ ধরতে খাঁচা পাতার দাবি তুলেছেন স্থানীয়রা।
এই বিষয়ে টি গার্ডেনের ম্যানেজার সুদীপ দাস জানান, গতকাল দুপুরে ছাগল আক্রমণের ঘটনাটি ঘটে। আজ সকালে শ্রমিকরা বাঘের আওয়াজ পেয়েছিলেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাগানের কাজ বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অনুপ কুমার রায় বলেন, “আমি শুনেছি এক মহিলার ছাগলকে চিতাবাঘ আক্রমণ করেছে এবং তিনি নিজেও চিতাবাঘ দেখেছেন। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি পুলিশ ও বনদপ্তরকে জানানো হয়েছে। বনদপ্তর খাঁচা পাতার বিষয়ে চিন্তাভাবনা করছে।
